• November 22, 2024

মহালছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ, সার ও নগদ অর্থ বিতরণ 

 মহালছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ, সার ও নগদ অর্থ বিতরণ 
মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি:  খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে  সহায়তা আমন এবং রবি মৌসুমে শীতকালীন সবজী ও মাঠ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৫ টি কৃষি প্রণোদনা কর্মসূচী বাস্তবায়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও নগদ অর্থ সহায়তা প্রদানসহ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২৪শে অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় মহালছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ  অধিদপ্তরে কৃষিবিদ মোহাম্মদ আলী জিন্নাহ সভাপতিত্বে,  প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন খানম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান মানিক রঞ্জন খীসা, ৪টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি সদস্য, ,ইউনিয়ন  ব্লাক সুপাভাইজার,কৃষক – কৃষাণী ও সংবাদ কর্মীসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কৃষি অফিসের তথ্য মতে-চলতি খরিপ-২ আমন এবং রবি মৌসুমে উপজেলার ৪টি ইউনিয়নে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবারের মাঝে পেয়াঁজ, সরিষা, ভুট্টা, সূর্যমূখী চিনাবাদাম শীতকালীন সবজী, অড়হর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১  বিঘা/ কৃষক  পরিবার সহায়তা  দেওয়া হয়। এতে রয়েছে  -আমন ধান বীজ-৫ কেজি, ডিএপিসার-১০কেজি। এমওপি সার-১০ কেজি।
গ্রীষ্মকালীন পেঁয়াজবীজ ১কেজি, ডিএপিসার-১০কেজি.এমওপি সার-১০কেজি,ভূট্টাবীজ-২কেজি, ডিএপি সার-২০কেজি, এমওপিসার-১০ কেজি। সরিষাবীজ-১কেজি, ডিএপিসার-১০কেজি.এমওপি সার-১০ কেজি, সূর্যমূখী বীজ,  ডিএপিসার-১০কেজি, এমওপি সার-১০ কেজি। চীনা বাদাম বীজ-১০কেজি ডিএপিসার-১০কেজি. এমওপি সার- ৫ কেজি। অড়হর বীজ-২কেজি। উফশী সবজি বীজ-১২ প্রকার,হাইব্রিড সবজি বীজ-৮ প্রকার ডিএপিসার-১০কেজি.এমওপি সার-১০ কেজি, এবং নগদ অর্থ সহায়তা ১ হাজার -টাকা দেওয়া হয়।
কৃষিবিদ মোহাম্মদ জিন্নাহ বলেন  ২০২৪-২৫ অর্থ বছরে  ৫ টি কৃষি প্রণোদনা কর্মসূচী বাস্তবায়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবারদের প্রতি সর্বোচ্চ ১ বিঘা জমির জন্য বিনা মূল্যে বীজ সার ও নগদ সহায়তা প্রদানের কৃষি প্রণোদনা কর্মসূচী বাস্তবায়নের নিমিত্তে উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটি চলতি রবি মৌসুমে ফসল আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে  ৪ টি ইউনিয়নে ১ হাজার ৩ শত ৮০ কৃষক পরিবার মাঝে এই সহায়তা প্রদান হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post