মহালছড়িতে খুচরা সার বিক্রেতা লাইসেন্স বাতিল প্রক্রিয়া স্থগিত ও টিও নিবন্ধন প্রদানের দাবীতে মানববন্ধন

শেয়ার করুন

মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার সারাদেশে খুচরা সার বিক্রেতা লাইসেন্স বাতিল প্রক্রিয়া স্থগিত করা ও টিও নিবন্ধন প্রদানের দাবীতে উপজেলার খুচরা সার বিক্রেতারা মানববন্ধন পালন করেছেন। খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর উপজেলা শাখার আয়োজনে মহালছড়ি উপজেলার চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের সভাপতি রতন মহাজন, মহালছড়ি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক উজ্জ্বল দে ।

মানববন্ধনে খুচরা সার বিক্রেতারা বলেন, সম্প্রতি দেশব্যাপি প্রান্তিক কৃষকদের দোড়গোড়ায় সার বিক্রেতাদের লাইসেন্স স্থগিতের সিদ্ধান্ত এবং খুচরা সার বিক্রেতা হিসেবে কাউকে বা কোন মহলকে আর পৃষ্ঠপোষকতা না দেওয়ার সরকারি সিদ্ধান্তে আমরা ক্ষুব্ধ। সরকারি এই সিদ্ধান্তের ফলে সারাদেশে ৪৪ হাজার খুচরা সার বিক্রেতাদের পারিবারিক জীবনে মারাত্মক প্রভাব পড়বে! সরকার ইউনিয়ন পর্যায়ে ডিলার সংখ্যা বৃদ্ধির পাশাপাশি খুচরা সার বিক্রেতার লাইসেন্স বাতিল না করে তা বহাল রাখার জোরদাবী জানাচ্ছি।

এ সময় বক্তারা আরও দাবি জানান সার বিক্রেতাদের স্বীকৃতি ও নিরাপত্তা নিশ্চিত করা, লাইসেন্স নবায়ন প্রক্রিয়া সহজ করা এবং মাঠ পর্যায়ে সার সরবরাহে অনিয়ম রোধে কার্যকর মনিটরিং জোরদার করা। মানববন্ধনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খুচরা সার বিক্রেতারা অংশগ্রহণ করেন। তারা দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী সময়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৃহত্তর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন।