• May 16, 2025

মহালছড়িতে দরিদ্র কৃষকের ধান কেটে সহায়তা করলো হিল ভিডিপি সদস্যরা

 মহালছড়িতে দরিদ্র কৃষকের ধান কেটে সহায়তা করলো হিল ভিডিপি সদস্যরা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার ক্যায়াংঘাট ইউনিয়নের দরিদ্র কৃষক মো. আজগর আলী ৫ কানি জমিতে ধান চাষ করেছিলেন। তবে আর্থিক সংকটের কারণে পাকা ধান কাটতে এবং ঘরে তুলতে না পেরে চরম দুশ্চিন্তায় পড়েন তিনি। বর্ষা মৌসুম এগিয়ে আসায় তার উদ্বেগ আরও বেড়ে যায়।

এই সংকটময় সময়ে মো. আজগর আলীর পাশে দাঁড়ান মহালছড়ি উপজেলার ৩নং ক্যায়াংঘাট ইউনিয়নের হিল ভিডিপি সদস্যরা। তারা সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে আজগর আলীর জমির পাকা ধান কেটে ঘরে তুলতে সহায়তা করেন। কৃষক আজগর আলী এই মানবিক সহায়তার জন্য হিল ভিডিপি সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক “সঞ্জীবন প্রকল্প” এর আওতায় দেশের তৃণমূল কৃষকদের ধান কাটা ও মাড়াই কাজে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে সক্ষমতা বৃদ্ধির নির্দেশনা দিয়েছেন। এই প্রকল্পের অংশ হিসেবেই হিল ভিডিপি সদস্যরা এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করছেন।

ক্যায়াংঘাট হিল ভিডিপি সদস্যদের এই মানবিক উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। আশা করা হচ্ছে, এ ধরনের মানবিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বাংলাদেশের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সুনাম ও গ্রহণযোগ্যতা আরও বাড়াবে এবং বাহিনীর প্রতি জনগণের আস্থা সুদৃঢ় করবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post