মোঃ কাউসারুল ইসলাম, মহালছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলা অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত হয়েছে। ১৮ আগস্ট সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীন চাকমা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রায়হান। অনুষ্ঠানে উপজেলার তিনজন সফল মৎস্যজীবী- মো. রমজান, শান্তনা চাকমা ও বির্ধশন চাকমাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। আলোচনা সভা পূর্বে প্রশাসন প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণের পুকুরে মৎস্য পোনা অবমুক্তকরণের মাধ্যমে সপ্তাহের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, মহালছড়ি প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও মৎস্য চাষিরা। বক্তারা মৎস্য সম্পদ রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান। তাঁরা মাছের ক্ষতিকর খাবার ব্যবহার বন্ধ এবং অবৈধ কারেন্ট জালের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করার ওপর জোর দেন।
বক্তারা আরো বলেন, বাংলাদেশ এখন মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হলেও দেশীয় প্রজাতির মাছের টিকে থাকার জন্য বিশেষ উদ্যোগ নিতে হবে। চাষিদের এ বিষয়ে আরও মনোযোগী হতে হবে, নইলে অনেক দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হবে।