মহালছড়িতে পূজা মন্ডপ পরিদর্শণ করলেন জোন. অধিনায়ক।
মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা সদরের কেন্দ্রীয় কালী মন্দিরে উদযাপিত শারদীয় দূর্গোৎসবের পূজা মন্ডপে পরিদর্শন করেছেন মহালছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল শাহরিয়ার সাফকাত ভুঁইয়া। ১০ অক্টোবর বৃহস্পতিবার সপ্তমী পূজোর প্রথম দিনেই তিনি এই পরিদর্শনে যান। এসময় তাঁর সঙ্গে আরো উৎসব অঙ্গন পরিদর্শনে আসেন মহালছড়ি সেনা জোনের উপ-অধিনায়কসহ জোনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এ সময় অতিথি বৃন্দদের অভ্যর্থনা জানান পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দগণ ও স্থানীয় সনাতনী হিন্দু সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এবারের পূজোয় শান্তি শৃংখলা বজায় রাখতে মহালছড়ি সেনা জোনের তত্ত¡াবধানে পাঁচ স্থরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর সাথে আরো সংযুক্ত হয়েছে স্থানীয় উপজেলা বিএনপি’র স্বেচ্ছা সেবমূলক দায়িত্ব পালন। সব মিলিয়ে বর্তমান প্রেক্ষাপটে সকল জল্পনা-কল্পনাকে মিথ্যা প্রমানিত করে মহালছড়ি সেনা জোনের বিচক্ষণ ও সুদক্ষ নজরদারীতে এবারের উপজেলার চারটি পূজা মন্ডপে নিরাপদে ও শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে উদযাপিত হচ্ছে শারদীয় দূগোৎসব বা দূর্গাপূজা।
মহালছড়ি সেনা জোনের সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা, পুলিশ, আনসার, ভিডিপি, গ্রাম পুলিশ, পূজা উদযাপন কমিটির স্বেচ্ছাসেবক দল এবং স্থানীয় বিএনপি এর স্বেচ্ছাসেবক দল সমূহের সমন্বিত নিরাপত্তা বলয় অত্যন্ত প্রশংসিত হয়েছে। এবারের পরিবর্তিত ব্যবস্থায় পূজোর আয়োজন, দৃষ্টি নন্দন ও মনোলোভা সাজসজ্জা, সুশৃংখল আয়োজন এবং তদারকী ব্যবস্থা ও ব্যবস্থাপনা স্থানীয় শান্তিপ্রিয় সচেতন মহলসহ শান্তিকামী সর্বস্থরের সকল মহলে তথা, হিন্দু, মুসলিম, পাহাড়ী বাঙ্গালীদের প্রসংশিত হচ্ছে। এবারের পূজোয় উপজেলা এলাকার পাহাড়ী বাঙ্গালী নারী, পুরুষ শিশু মিলে ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটেছে।