মহালছড়িতে মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শেয়ার করুন

মোঃ কাউসারুল ইসলাম, মহালছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলা বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৩১ আগস্ট রবিবার সকাল ১০টায় উপজেলা চৌড়াছড়ি সংগঠনের উপজেলা শাখার সভাপতি মংনু মারমা সভাপতিত্বে ও খোয়াইচিং মারমা পরিচালনা আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, ‘দীর্ঘ দুই যুগ ধরে মারমা জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রেখে অধিকার আদায়সহ শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য রক্ষা এবং পার্বত্য চট্টগ্রামে বসবাসরত মারমা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে মারমা ঐক্য পরিষদ সুসংগঠিতভাবে কাজ করে যাচ্ছে’। আগামিতেও এ ধারাবাহিকতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন’।

আলোচনা শেষে কেক কেটে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন অতিথিরা। এসময় মহালছড়ি উপজেলা মারমা যুব ঐক্য পরিষদের সভাপতি থৈইঅং মারমা সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।