মহালছড়িতে স্বপ্নবিলাস স্পোর্টস একাডেমির যাত্রা শুরু

শেয়ার করুন

মোঃ কাউসারুল ইসলাম, মহালছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল স্বপ্নবিলাস স্পোর্টস একাডেমি।

তৃণমূল পর্যায়ে খেলাধুলার আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করে দূর্গম পাহাড়ের সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের প্রতিভাবান শিশু-কিশোরদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দিয়ে তাদের স্থানীয় ও জাতীয় পর্যায়ে গৌরবময় ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার আরেকটি স্বপ্ন পূরণের পথে পা বাড়াল স্বপ্নবিলাস।

বৃষ্টির মধ্যেও মহালছড়ি উপজেলা স্টেডিয়ামে উদ্বোধনী অনুশীলনে হাজির হয় একঝাঁক শিশু-কিশোর ও কিশোরী। কারও হাত ধরে এসেছেন বাবা-মা, কেউবা স্বপ্নের টানে নিজেই এসেছে মাঠে। তাদের আগামীর তারকা বানানোই একাডেমির মূল লক্ষ্য।

প্রায় ৩০০ জন প্রশিক্ষনার্থী নিয়ে বয়সভিত্তিক চার’টি ক্যাটাগরিতে শুরু হচ্ছে একাডেমির কার্যক্রম। সপ্তাহে দুই দিন ফুটবলসহ বিভিন্ন খেলার প্রশিক্ষণ দেওয়া হবে। যদিও শুরুতে অনাবাসিক হিসেবে কার্যক্রম চলছে, তবে অচিরেই আবাসিক প্রশিক্ষণ চালু করার পরিকল্পনা রয়েছে। স্বপ্নবিলাস স্পোর্টস একাডেমির চেয়ারম্যান তরুণ উদ্যোক্তা খালেদ মাসুদ সাগর

“আজ আমাদের একাডেমির যাত্রা শুরু হলো। এটি আমাদের দীর্ঘদিনের স্বপ্ন। যদিও এখনো পূর্ণাঙ্গ একাডেমি বলা যাবে না, তবে আমরা আশাবাদী—এখান থেকে অনুশীলনকারীরা একদিন জাতীয় দলে খেলার সুযোগ পাবে।”

তিনি আরও জানান, প্রতিভাবান কিন্তু দরিদ্র পরিবারের খেলোয়াড়দের জন্য বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। শিগগিরই মহালছড়ি সহ খাগড়াছড়ির নয়টি উপজেলায় ট্যালেন্ট হান্ট আয়োজন করে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা হবে। যারা নির্বাচিত হবে, তাদের সম্পূর্ণ বিনামূল্যে একাডেমিতে ভর্তি ও পরবর্তীতে আবাসিক ক্যাম্পে সুযোগ দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও যুব কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও মহালছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি তুহিন দে, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক পিপলু রাখাইন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বকুল, উপজেলা প্রবীণ খেলোয়াড় গৌরাঙ্গ দাশ ও রত্ন উজ্জ্বল চাকমা, এবং মহালছড়ি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম।