মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি: মহালছড়ি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির নতুন ৩ বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার মহালছড়ি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির নিজস্ব কার্যালয়ে সদস্যদের মতামতের ভিত্তিতে এ কমিটি ঘোষণা খাগড়াছড়ি জেলা বিএনপির ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু।
নবগঠিত কমিটিতে মোঃ ইসমাইল হোসেনকে সভাপতি, বিপুল চৌধুরীকে সহ-সভাপতি, মোঃ জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক, মোহাম্মদ হেলাল উদ্দিনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিপ্লব দাশকে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয়।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন, অনুপ মহাজন, মোহাম্মদ আলী ও মোঃ নুর উদ্দিন ভুট্টো। মহালছড়ি কাঠ ব্যবসায়ী সমিতি নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সমিতির সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে সমিতির উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেছেন।