মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা পার্বত্য জেলার মহালছড়ি থানা পুলিশ কর্তৃক ফুফু শ্বাশুড়ির হত্যা মামলার আসামী গ্রেফতার। জেলার মহালছড়ি থানাধীন ৩নং ক্যায়াংঘাট নতুন বাজার এলাকায় গত ০৭/১২/২০২৫ইং তারিখ লিচু গাছের ডাল কাটাকে কেন্দ্র করে নিজ ফুফু শাশুড়িকে হত্যার ঘটনা ঘটে।
উক্ত ঘটনায় মহালছড়ি থানার মামলা নং-০১, তারিখ-০৯/১২/২০২৫খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু হওয়ার পর থেকে হত্যাকারী ১নং আসামী এলাকা থেকে পলাতক থাকলেও গত ২০/০১/২০২৬ইং তারিখ খাগড়াছড়ি জেলার মহালছড়ি থানার একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ডিএমপি ঢাকার শ্যামপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া এজাহারনামীয় ১নং আসামী মোঃ মাহমুদুল হাসান(৪৩), পিতা- মোঃ সুরুজ মিয়া, মাতা- মোছাঃ মাতিনা খাতুন, সাং-খেওয়ারচর(পাহাড়তলী), থানা- রৌমারী, জেলা- কুড়িগ্রাম, বর্তমান ঠিকানা- ক্যায়াংঘাট নতুন বাজার লালটিলা, ০১নং ওয়ার্ড, ০৩নং ক্যায়াংঘাট ইউপি, থানা- মহালছড়ি, জেলা- খাগড়াছড়ি পার্বত্য জেলাকে গ্রেফতার করা হয়।