মহালছড়ি মডেল থানার কার্যক্রম শুরু 

 মহালছড়ি মডেল থানার কার্যক্রম শুরু 

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0;

মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি মডেল থানার কার্যক্রম শুরু হয়েছে। প্রায় এক সপ্তাহ বন্ধ থাকার পর আজ সোমবার থেকে থানার কার্যক্রম শুরু করেছে মহালছড়ি থানা পুলিশ।
১২ আগষ্ট সোমবার মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সংবাদ কর্মীদের উপস্থিতিতে থানার কার্যক্রম শুরু করা হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আগে কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে ভাববো না। আমরা সামনের দিনগুলো ছাত্র-পুলিশ, সুধীজনরা সকলে মিলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করব।
উল্লেখ্য যে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন থানায় হামলা ও ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। এক পর্যায়ে থানা ছেড়ে চলে যায় পুলিশ সদস্যরা। এরপর থেকে বন্ধ হয়ে যায় দেশের সকল থানার কার্যক্রম।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post