মোঃ কাউছারুল ইসলাম , মহালছড়ি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা মুবাছড়ি ইউনিয়নে মিলনপুর বনবিহারে ২৪তম শুভ দানোত্তম কঠিন চীবর দান দুই দিন ব্যাপি অনুষ্ঠিত হচ্ছে। দুই দিন ব্যাপি এই পূণ্য অনুষ্ঠানে বিকাল ৫.০০ টায় ঘটিকা সময়ে বেইন ঘরটি ফিতা কেটে শুভ উদ্ভোধন করেন, অত্র বিহারের বিহার অধ্যাক্ষ শ্রদ্ধেয় শ্রদ্ধাতিষ্য মহাস্হবির ভিক্ষু। ২৪ অক্টোবর সন্ধ্যা পর থেকে ২৪ ঘন্টা মধ্যে তুলা থেকে সুতা তৈরি করে, সুতা রং করে,রঙিন সুতা তৈরি করে বেইন বুননের পর কাপড় বানিয়ে সেই কাপড় নিদিষ্ট মাপের সেলাই করে কঠিন চীবর তৈরি করে দান করা হয়।
ধর্মীয় কর্মসূচি মধ্যে দিয়ে স্বধর্ম প্রাণ দায়ক-দায়িকা ও এলাকাবাসী উদ্দেগ্যের প্রথম পর্ব ত্রিরত্ন বন্দনা, ভিক্ষু বন্দনা, ত্রিশরণ প্রার্থনাসহ পঞ্চশীল গ্রহণ অষ্টপরিষ্কার দান, বুদ্ধমুত্তি দানসহ নানাবিধ দান করা হয়। শ্রদ্ধেয় শ্রদ্ধাতিষ্য মহাস্হবির ভান্তের স্বশিষ্য সুত্র পাঠ করে বলেন ভারত বর্ষে প্রায় আড়াই হাজার বছর আগে বগবান বুদ্ধ সময়ে প্রধান উপাসিকা বিশাখা নামে গৌতম বুদ্ধকে কঠিন চীবর দান করেন। সেই নিয়মে প্রতি বছর বৌদ্ধধর্মালম্বীরা কঠিন চীবর করে থাকেন। আজ এই মিলনপুর বন বিহারে বেইন বুননের মোট ৩১টি দল অংশ গ্রহণ করেন।