মহালছড়ি শান্তি নগর বিএনপির নির্বাচনী অফিস উদ্বোধন,ধানের শীষের পক্ষে গণসংযোগ

শেয়ার করুন

মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার সদর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের শান্তি নগর এলাকায় নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে এলাকায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

 শুক্রবার বিকেল চারটায় মহালছড়ি সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বশির আহমেদ সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল কাদের সিয়াম।

আলোচনা সভায় বক্তারা ধানের শীষ প্রতীকের পক্ষে জোরালো বক্তব্য দেন। তারা বলেন, বিগত ১৭ বছর ধরে দেশের মানুষ সুষ্ঠু নির্বাচনের সুযোগ থেকে বঞ্চিত ছিল। এই দীর্ঘ সময়ে জনগণ ভোট দেওয়ার অধিকার প্রয়োগ করতে পারেনি। বক্তারা বলেন, এবার জনগণ ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে খাগড়াছড়ি ২৯৮ নং আসনে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূঁইয়াকে বিজয়ী করবেন।

বক্তারা আরও উল্লেখ করেন, মহালছড়ি শান্তি নগর এলাকায় ধানের শীষের পক্ষে জনসমর্থন অভূতপূর্ব। তাদের দাবি, আসন্ন নির্বাচনে শান্তি নগর থেকে শতভাগ ভোট ধানের শীষ প্রতীকের ঝুলিতেই যাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন, মহালছড়ি উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন টিপুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। তারা বলেন, জনগণের ভোটের ধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের কোনো বিকল্প নেই।

উদ্বোধন ও আলোচনা সভার আগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে নেতাকর্মী ও সমর্থকরা ধানের শীষ প্রতীকের পক্ষে শান্তি নগর এলাকায় গনসংযোগ করে।