মহালছড়িতে ইসলামিক ফাউন্ডেশনের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী
মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়িতে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ’ এর ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২২মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় র্যালীটি মহালছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে র্যালী শুরু হয়ে একই স্থানে এসে এক আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
ইসলামিক মিশন এর প্রোগ্রাম অফিসার মো: হাসান জামিল এর সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না নাসরিন উর্মি। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, মহালছড়ি দাখিল মাদ্রাসার সুপার মাও: মো: আলামিন উপজেলা পরিষদ মসজিদের ইমাম মো: মোবিনুল ইসলাম, মহালছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাও: মো: মাজহারুল ইসলামসহ অন্যান্য ইমাম ও মাদ্রাসার শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ১৯৭৫ সালের ২২ মার্চ এক অধ্যাদেশ বলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে এ দেশসহ বিশে^র দরবারে প্রসংশিত হয়েছেন। এ ফাউন্ডেশন মানুষের ধর্মীয় বিষয়ের জানার আকাঙ্খাকে অগ্রাধিকার দিয়ে গবেষণাধর্মী ইসলামী বই পুস্তক প্রকাশ করে দ্বীনের প্রচার-প্রসারে বিশাল ভূমিকা রেখে আসছে। মহান জাতীয় সংসদ থেকে এ্যাক্ট-এর মাধ্যমে অনুমোদিত সরকারি অর্থে পরিচালিত এ ধরনের দ্বীনি প্রতিষ্ঠান মুসলিম বিশ্বে দ্বিতীয়টি নেই। ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর এ দিনে ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম ধাপে ধাপে উন্নতির দিকে এগিয়ে নিতে এবং দ্বীনি খেদমতের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহবান জানান।