• May 25, 2025

মহালছড়িতে করোনা শনাক্ত পরিবারের পাশে গ্রামবাসী

মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মনাটেক গ্রামে করোনা পজেটিভ শনাক্ত ব্যক্তির পরিবারের পাশে দাড়িয়েছে স্থানীয় গ্রামবাসী। ১৭ মে রবিবার সকাল সাড়ে ৮ টা থেকে কার্বারী সুশান্ত চাকমার নেতৃত্বে ধান কাটা শুরু হয়।  ধান কেটে বাড়িতে তোলার কাজ শেষ না হওয়া পর্যন্ত লক ডাউনে থাকা পরিবারকে সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলে জানান, জয়িতা পুরস্কার  প্রাপ্ত নারী নন্দ রানী চাকমা।
উল্লেখ্য, গত ১৩ মে মহালছড়ি উপজেলায় করোনা ভাইরাস শনাক্ত হওয়া দুইজনের মধ্যে একজন মনাটেক গ্রাম থেকে। তখন গ্রামকাসীরা করোনা  শনাক্ত হওয়া ব্যক্তির পুরো পরিবারকে  লকডাউন করা হয়। ফলে, লকডাউনে থাকা পরিবারটির  জমির পাকা ধান নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়ে পড়ে। লকডাউনে থাকা পরিবারটির এমন দুর্যোগ  মুহুর্তে  স্থানীয় গ্রামবাসীরা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।
তবে  ঐ ব্যক্তির  প্রথম ধাপে করোনা ভাইরাস পজেটিভ শনাক্ত হলেও ২য় ধাপে নেগেটিভ রিপোর্ট আসে। এখন ৩য় ধাপে নমুনা সংগ্রহের পর স্বাস্থ্য বিভাগ থেকে  রিপোর্ট না পাওয়া পর্যন্ত এ পরিবারকে লক  ডাউনে রাখার সিদ্ধান্ত নিয়েছে গ্রামবাসী।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post