• July 6, 2025

মহালছড়িতে কর্মহীন অসহায় মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করলো ছাত্রলীগ

মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমন রোধে সৃষ্ট সংকট মোকাবেলায় কর্মহীন অসহায় মানুষের পাশে দাড়িয়েছে মহালছড়ি উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। সরকারের করোনা ভাইরাস প্রতিরোধের জন্য সতর্কতামূলক নিয়ম বিধি ঘোষণা অনুযায়ী মহালছড়ির অনেক এলাকায় অনেকেই হোম কোরান্টাইন এবং গ্রাম লকডাউন করা হয়।

এ সময় গরীব পরিবার অনেকের মধ্যে অভাবের মাত্রা আরো চরম আকার ধারণ করে। ঠিক তখন থেকেই হোম কোরান্টাইন থাকা এবং গরীব কর্মহীন হয়ে পড়া পরিবারদের বাড়িতে বাড়িতে গিয়ে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌছে দেওয়ার দায়িত্ব নেন ছাত্রনেতা উপজেলার সভাপতি জিয়াউর রহমান ও সাধারন সম্পাদক রনজিত দাশ। সাথে রয়েছেন সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক আশ্রাফুল মিঠু, সাবেক ইউনিয়ন সভাপতি আমিনুল ও সিরাজুল ইসলাম। খাদ্য সামগ্রী বাড়িতে পৌঁছে দেওয়ার পাশাপাশি সকলকে করোনা ভাইরাস সংক্রমনরোধ সংক্রান্ত বিষয়ে সরকারের বিধি নিষেধ মেনে চলারও আহবান জানান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post