• December 24, 2024

মহালছড়িতে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন

মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়িতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে “প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি” প্রতিপাদ্যে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপিত হয়েছে।

১৩ মার্চ বুধবার সকাল সাড়ে ১০টায় মহালছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক বিশাল শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ সড়ক প্রদক্ষিণ শেষে মহালছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না নাসরিন উর্মি, মহালছড়ি উপজেলা শিক্ষা অফিসার দীপিকা খীসা, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, মহালছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধন মনি চাকমা।

এছাড়াও বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষার্থী ও প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তারা প্রাথমিক শিক্ষা নিয়ে বর্তমান সরকারের গৃহিত পদক্ষেপ সমূহ তুলে ধরেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post