• November 22, 2024

মহালছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে যথাযোগ্য মর্যাদায় শ্রী-কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন

মহালছড়ি প্রতিনিধি: মহালছড়িতে ২৩ আগষ্ট শুক্রবার যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে শ্রী-কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
মহালছড়ি উপজেলা শ্রী শ্রী দক্ষিণা কালি মন্দির প্রাঙ্গনে রতন কুমার শীলের সভাপতিত্বে সকাল ১০ টায় ধর্মীয় আলোচনা সভা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মেহেদী হাসান পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা পরিষদ এর চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দত্ত, মহালছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান মো: জসিম উদ্দিন, ডা: স্বপনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণ। র‌্যালি শুরুর আগে জন্মাষ্টমীর মঙ্গলশোভা যাত্রা উদ্বোধন করেন প্রধান অতিথি মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মেহেদী হাসান পিএসসি। আলোচনা সভা শেষে র‌্যালিটি মহালছড়ির গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, এর আগে শ্রী-কৃষ্ণের শূভ জন্মাষ্টমী র‌্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মেহেদি হাসান।
আরো উপস্থিত ছিলেন

প্রধান অথিতির বক্তব্যে বলেন, পাহাড়ে সকল ধর্মের ও বর্ণের মানুষ ভেদাভেদ ভূলে গিয়ে সবাইকে একসাথে কাজ করতে হবে, তাহলেই পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে সকল ধর্মের মানুষ সম্প্রীতি বজায় রাখতে হবে। যেখানে শান্তি ও সম্প্রীতি বজায় থাকবে সেখানে উন্নয়ন কেউই আটকাতে পারবেনা। সকল ধর্মের মানুষ একসাথে আনন্দ ভাগাভাগি করে সম্প্রীতি বজায় রাখার আহবান জানান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post