• December 23, 2024

মহালছড়িতে নির্বাচনী মাঠে রইলেন ১৩ জন প্রার্থী

মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়িতে ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের (২য় পর্যায়) তফশিল অনুযায়ী মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে ১ জন ও ভাইস চেয়ারম্যান পদে ১ জন মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। তফশিল অনুযায়ী মনোনয়ন প্রত্যাহারের আজ ২৭ ফেব্রুয়ারী বুধবার দিন পর্যন্ত নির্ধারিত তারিখ শেষ হওয়ায় পরবর্তী মনোনয়ন প্রত্যাহারের আর কোন সুযোগ নেই।

যার কারণে এবার আগামী ১৮ মার্চ নির্বাচনে জয়ের জন্য চেয়ারম্যান পদে ৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন মোট ১৩ জন প্রার্থী নির্বাচনী মাঠে থাকছেন বলে মহালছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা রিকল চাকমা নিশ্চিত করেছেন ।

যাঁরা মনোনয়ন প্রত্যাহার করেছেন তাঁরা হলেন, চেয়ারম্যান পদে সোনা রতন চাকমা ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে জিয়াউর রহমান জিয়া। চেয়ারম্যান পদে যাঁরা প্রতিদ্বন্ধিতায় রয়েছেন তাঁরা হলেন, আওয়ামীলীগ এর মনোনীত ক্যাজাই মারমা, জেএসএস (এমএন লারমা) সমর্থিত স্বতন্ত্র প্রার্থী বিমল কান্তি চাকমা, জেএসএস (এমএন লারমা)’র বিদ্রোহী প্রার্থী কাকলী খীসা, আওয়ামীলীগ এর বিদ্রোহী প্রার্থী মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, ইউপিডিএফ (প্রসিত পন্থী) এর সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সুকুমার চাকমা। পুুরুষ ভাইস চেয়ারম্যান পদে যাঁরা প্রতিদ্বন্ধিতায় লড়বেন তাঁরা হলেন, মহালছড়ি উপজেলা আওয়ামলীগ এর সাংগঠনিক সম্পাদক মো: জসিম উদ্দিন, মহালছড়ি আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক ক্যাচিংমিং চৌধুরী ও হৃদয় চাকমা।

মহিলা ভাইস চেয়ারম্যান যাঁরা প্রতিদ্বন্ধিতা করবেন তাঁরা হলেন, শেফালী আক্তার, স্বপ্না চাকমা, ভুমিকা ত্রিপুরা, অংক্রা চৌধুরী ও সুইনাচিং মারমা। আগামীকাল ২৮ ফেব্রুয়ারী প্রতিক বরাদ্দ হওয়ার কথা রয়েছে। প্রত্যেকে যার যার শক্ত অবস্থান থেকেই নিজ নিজ প্রতিক নিয়ে নির্বাচনী মাঠে আগামীকাল থেকেই ভোটারের দ্বারে দ্বারে যাবেন প্রার্থীরা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post