• December 23, 2024

মহালছড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালিত

 মহালছড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালিত
মহালছড়ি প্রতিনিধি: মহালছড়িতে আলোচনা সভা ও কেক কেটে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলা আওয়ামীলীগ এর দলীয় কার্যালয়ে মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ, সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উক্ত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা সভার পরেই কেক কেটে জন্মদিন পালন করা হয়। এই সময় উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি রতন কুমার শীল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, মুবাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অংসাথোয়াই মারমা, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি মোছাঃ জাহানারা বেগম, উপজেলা আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক রেজাউল হক মাসুদ।
আরো উপস্থিত ছিলেন, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, বঙ্গবন্ধু সৈনিক লীগ সভাপতি বাবলু চৌধুরী, উপজেলা আওয়ামী ছাত্রলীগ সাধারণ সম্পাদক রনজিত দাশ, মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন(আনু), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর চৌধুরী, সাবেক জেলা ছাত্রলীগের ছাত্র ও পাঠাগার বিষয়ক সম্পাদক রোকন মিয়া, আইন বিষয়ক সম্পাদক রিপন ওঝা, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আব্দুর রশিদ ও গণ পাঠাগার বিষয়ক সম্পাদক মোঃ জিল্লুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আজাদ রহমান, কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ হামিদুল ইসলাম, সদর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক অনিক দাশসহ প্রত্যেক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post