মহালছড়িতে ‘বিজু কাপ ফুটবল টুর্ণামেন্ট’ পুরস্কার বিতরণ
মহহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়িতে চৈত্র সংক্রান্তি উৎসব পাহাড়িদের ‘বিজু’ উদযাপন উপলক্ষে লেমুছড়ি ফুতফুত্যা ক্লাব কর্তৃক আয়োজিত ‘বিজু কাপ ফুটবল টুর্ণামেন্ট’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
১৫ এপ্রিল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় লেমুছড়ি ফুটবল মাঠে এ টুর্ণামেন্ট এর সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মেহেদী হাসান পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা চেয়ারম্যান, বিমল কান্তি চাকমা, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ নুরে আলম ফকির, সাবেক মহালছড়ি উপজেলা চেয়ারম্যান সোনা রতন চাকমা, ভাইস চেয়ারম্যান মো: জসিম উদ্দিন, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, মাইসছড়ি ইউপি চেয়ারম্যান সাজাই মারমা, ক্যায়াংঘাট ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমা। নারী পুরুষের হাজারো দর্শক উত্তেজনাপূর্ণ এ খেলা উপভোগ করেন।
গত ১ এপ্রিল থেকে শুরু হওয়া এ ফুটবল টুর্ণামেন্ট এ ২০টি দল অংশগ্রহন করে। একে একে সব দলকে হারিয়ে লেমুছড়ি ফুতফুত্যা ক্লাব ও থলিপাড়া অং¤্রাং ক্লাব চুড়ান্তপর্বে খেলার সুযোগ অর্জন করে। এ দুটি শক্তিশালী দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২-১ গোলে থলিপাড়া অং¤্রাং ক্লাবকে হারিয়ে লেমুছড়ি ফুতফুত্যা ক্লাব চ্যাম্পিয়ন হয়। এ সময় চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দলকে মহালছড়ি জোনের পক্ষ থেকে পুরস্কার হিসেবে নগদ অর্থ প্রদান করেন জোন অধিনায়ক লে: কর্ণেল মেহেদী হাসান পিএসসি।