মহালছড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু
মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম কামরুল হোসাইন (২২) মাইসছড়ি ইউনিয়ন লেমুছড়ি কাটিং টিলা গ্রামের মো: শেখ ফরিদ এর পুত্র। মৃত কামরুল হোসাইনের চাচাত ভাই মো: শাহাদাত হোসেন জানান, ২৮ মার্চ বৃহস্পতিবার আনুমানিক দুপুর ১২টায় তাঁর ভাতিজা নিজ বাগানের গাছের ডাল কাটতে গেলে উক্ত গাছের সাথে বিদ্যুতের তারের সংযোগ থাকায় তখন বিদ্যুৎপৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তখন তাকে সেখান থেকে উদ্ধার করে অজ্ঞান অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামরুল হাসানকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ নুরে আলম ফকির ঘটনার সত্যতা স্বীকার বলেন, কামরুল হোসাইন নামের এক যুবক বাগানে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে। স্থানীয়রা তাৎক্ষনিকভাবে খাগড়াছড়ি আধুনিক হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এ ব্যাপারে এখনো কোন মামলা হয়নি। খাগড়াছড়ির জেলা প্রশাসকের অনুমতিক্রমে লাশ বিনা ময়না তদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানান।