• December 24, 2024

মহালছড়িতে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় উদযাপন

মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা প্রশাসনের উদ্যেগে দিন ব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। ২৬ মার্চ মঙ্গলবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়।

এর পর ভারপ্রাপ্ত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা নির্বাহী অফিসার তামান্না নাসরিন উর্মি, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, মহালছড়ি আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ও সদ্য নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মো: জসিম উদ্দিন, বাংলাদেশ আওয়ামীলীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ ও বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে বিশাল র‌্যালীসহকারে স্বাধীনতা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল আটটায় খাগড়াছড়ি স্টেডিয়ামে শুরু হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত ছাত্রছাত্রীদের কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী। এর পর পর শুরু হয় বিভিন্ন খেলা-ধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, ভারপ্রাপ্ত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা নির্বাহী অফিসার তামান্না নাসরিন উর্মি, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, মহালছড়ি আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ও সদ্য নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মো: জসিম উদ্দিন, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ নুরে আলম ফকির, উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনাসহ উপজেলার সকল প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এ সময় মু্িক্তযোদ্ধা ও বীরঙ্গনাদের সম্মাননা স্বরূপ ক্রেষ্ট প্রদান করা হয়। এ ছাড়া দিবসটি উপলক্ষে হাসপাতাল, এতিমখানা, শিশু সদন সমূহে রয়েছে বিশেষ খাবারের ব্যবস্থা।

দিবসটি উদযাপনে সকল সরকারী, বেসরকারী, স্বায়ত্বশাষিত, আধা-স্বায়ত্বশাষিতসহ সকল প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় পতাকা উত্তোলনসহ এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বীর শহীদদের স্মরণে বিশেষ প্রার্থনা করা হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post