• December 23, 2024

মহালছড়িতে রাইস ব্যাংক ও হেডম্যান কার্যালয় পরিদর্শন করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত 

 মহালছড়িতে রাইস ব্যাংক ও হেডম্যান কার্যালয় পরিদর্শন করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত 

মহালছড়ি প্রতিনিধি: মহালছড়ি উপজেলার মাইসছড়ির নোয়া পাড়ায় ইউএনডিপি কর্তৃক পরিচালিত কমিউনিটি রাইস ব্যাংক ও মাইসছড়ি হেডম্যান কার্যালয়ের কার্যক্রম ভিজিট করে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্টদুত চার্লস হোয়াইটলি।

এসময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশ আবাসিক প্রতিনিধি সুদিপ্ত মুখার্জী, মাউরিজিও চেইন,হেড অব কো-অপারেশন,ইইউ ডেলিগেশন মিজ মেহের নিগার ভূঁইয়া, প্রোগ্রাম ম্যানেজার ফুড এন্ড নিউট্রেশন,ইইউ ডেলিগেশন সহকারি আবাসিক প্রতিনিধি অব. মেজর জেনারেল প্রশেনজিত চাকমা, ইউএনডিপি কনসালটেন্ট আলাউদ্দীন এম এ ওয়াদুদ।

এছাড়াও  মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার, ইউএনডিপি এসআইডি-সিএইচটি জাতীয় প্রকল্প পরিচালক বিপ্লব চাকমা, ইউএনডিপি ড্রিস্ট্রিক্ট ম্যানেজার প্রিয়তর চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দীন ও  মাইসছড়ি ইউপি চেয়ারম্যান সাজাই মারমা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post