• December 3, 2024

মহালছড়িতে শান্তিপূর্ণ সড়ক অবরোধ চলছে 

 মহালছড়িতে শান্তিপূর্ণ সড়ক অবরোধ চলছে 
মহালছড়ি( খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি ওয়াদুদ ভুঁইয়ার বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনার প্রতিবাদে খাগড়াছড়ি জেলা বিএনপির ডাকা ২৪ ঘন্টার সড়ক অবরোধ মহালছড়িতে শান্তিপূর্ণভাবে চলছে।
৭ জুন মঙ্গলবার সকাল থেকে বিএনপির সমর্থকেরা  কয়েক জায়গায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।  দুরপাল্লার যানবাহন চলাচল না করলেও অভ্যন্তরীন কিছু কিছু যানবাহন চলাচল করতে দেখা গেছে।  মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন বলেন, মঙ্গলবার হাটের দিন হওয়ায় জনসাধারনের জানমালসহ সার্বিক দিক বিবেচনা করে কয়েক ঘন্টার জন্য  অভ্যন্তরীন কিছু যানবাহন চলাচলের সুযোগ দেয়া হয়েছে। বিএনপির সড়ক অবরোধ কর্মসূচীকে স্বতঃস্ফুর্তভাবে সমর্থন ও সহযোগিতা দেওয়ায় মহালছড়িবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর টহল রয়েছে।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনর রসিদ জানান, সকাল থেকে এ পর্যন্ত কোন ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এ ব্যাপারে পুলিশ সার্বক্ষনিক তৎপর রয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post