মহালছড়িতে সম্প্রীতির বিজয় উৎসব
মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি সেনা জোনের আয়োজনে “গোষ্ঠি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ গড়ি; সম্প্রীতির খাগড়াছড়ি” ব্যানারে সম্প্রীতির বিজয় উৎসবে স্থানীয় ও খাগড়াছড়ি থেকে আগত শিল্পী গোষ্ঠিদের নিয়ে এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান মহালছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
৩১ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমদ, পিএসসি, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না নাসরিন উর্মি, সম্প্রতি রোকেয়া পদক প্রাপ্ত শোভা রানী ত্রিপুরাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গগণ।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে জোন অধিনায়ক বলেন, সেনাবাহিনী পাহাড়ে সম্প্রীতি রক্ষায় নিরলস কাজ করে যাচ্ছে। এ ধারাবাহিকতা বজায় থাকলে পাহাড়ে সকল ক্ষেত্রে উন্নয়ন সম্ভব হবে। পাহাড়ে জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে সুন্দর একটি দেশ গড়ার মানসিকতা নিয়ে সম্প্রীতির খাগড়াছড়ি হিসেবে সবাইকে হিংসা, বিদ্বেষ পরিহার করার আহবান জানান তিনি।