• May 19, 2024

মহালছড়িতে সেনাবাহিনী কর্তৃক বৈসাবি উপলক্ষে বিভিন্ন ক্লাবকে আর্থিক অনুদান প্রদান

মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়িতে পাহাড়িদের ঐতিহ্যবাহী চৈত্রসংক্রান্তি উৎসব “বৈসাবি” উদযাপনের জন্য উপজেলার বিভিন্ন ক্লাবকে খেলাধূলা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী। ১২ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ১১টায় মহালছড়ি জোন সদরে উপজেলার বিভিন্ন ক্লাবের সদস্যদের উপস্থিতিতে খেলাধূলা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মেহেদী হাসান পিএসসি।

এ সময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বাংলা নববর্ষের আগাম শুভেচ্ছা ও পাহাড়িদের ঐতিহ্যবাহী বৈসাবি উৎসবের শুভেচ্ছা জানিয়ে বলেন, সকল হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

সেনাবাহিনী পাহাড়ে সকল সম্প্রদায়ের সম্প্রীতি রক্ষার জন্য কাজ করে যাচ্ছে। সম্প্রীতি রক্ষায় সবাইকে সেনাবাহিনীকে সহযোগিতা করার আহবান জানান তিনি। উল্লেখ্য, পার্বত্যচট্টগ্রামে পাহাড়িদের প্রধান তিন সম্প্রদায় ত্রিপুরা, মারমা ও চাকমা যথাক্রমে বৈসুক, সাংগ্রাই, বিজু নামে চৈত্রসংক্রান্তি প্রধান এ উৎসবকে সংক্ষিপ্তভাবে বৈসাবি নামে পরিচিত।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post