• December 22, 2024

মহালছড়িতে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা 

 মহালছড়িতে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা 
মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি: পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুকসহ যে কোন ফৌজদারী অপরাধ প্রতিরোধের লক্ষ্যে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং কমিটি আয়োজনে খাগড়াছড়ির মহালছড়িতে এক স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
১৫ মে সোমবার সকাল সাড়ে ১০ টায় মহালছড়ি সরকারি  কলেজ অডিটোরিয়ামে মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবুল হাসান খাঁন এর সঞ্চালনায় মহালছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ মো: ফরিদুল আলম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ির পুলিশ সুপার মো: নাইমুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার খাগড়াছড়ি সদর সার্কেল জিনিয়া চাকমা, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল ও বীর মুক্তিযোদ্ধা শাহাজান পাটোয়ারী।
আলোচনা সভায় বক্তারা বলেন, পুলিশকে সঠিক তথ্য দিয়ে  সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুকসহ যে কোন ধরণের ফৌজদারী অপরাধ প্রতিরোধে স্কুল কলেজের শিক্ষার্থীসহ সবাইকে এগিয়ে আসতে হবে। এসব অপরাধের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post