• December 23, 2024

মহালছড়িতে স্বেচ্ছাসেবকলীগ এর ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

 মহালছড়িতে স্বেচ্ছাসেবকলীগ এর ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মহালছড়ি প্রতিনিধি: মহালছড়িতে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ এর ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।  ২৭ জুলাই মঙ্গলবার বিকাল ৫.টায় মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে   আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যেগে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে নূন্যতম সামাজিক দূরত্ব বজায় রেখে অনাড়ম্বরভাবে পালিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে   জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি লিটন আচার্য্য  সভাপতিত্ব করেন। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবকলীগ এর   সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,  সাবেক উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি চিন্তাহরণ শর্মা, সাবেক প্রচার সম্পাদক নন্দন দে, ২নং ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধি সাবেক ছাত্রনেতা সাবেক উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক অপু দাশ, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি দীপন ধর, বঙ্গবন্ধু সৈনিক লীগ সভাপতি বাবলু চৌধুরী ও উপজেলা ছাত্রলীগ সভাপতি জিয়াউর রহমানসহ দলীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ১৯৯৪ সালের ২৭ জুলাই দিকে মেধাবী ও পরিচ্ছন্ন ছাত্রনেতা কর্তৃক জননেত্রী শেখ হাসিনা পরামর্শে প্রতিষ্ঠাতা সভাপতি আফম বাহা উদ্দিন নাসিম ও সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছসেবকলীগ  প্রতিষ্ঠিত হয়েছিল।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post