মহালছড়ির মাইসছড়ি ইউনিয়ন যুবদলের কমিটির পরিচিতি সভা
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়ন যুবদলের নব গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। ৬ জুলাই বৃহস্পতিবার এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি বিএনপি ওয়াদুদ ভূইয়া।
প্রধান বক্তা ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপি সাধারণ সম্পাদক এম এন আবছার। জেলা যুবদলের সভাপতি মাহাবুবুল আলম সবুজ অনুষ্ঠঅনের উদ্বোধ ঘোষণা করেন। সভাপতিত্ব করেন মাইসছড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি দিদার আলম।
এছাড়াও খাগড়াছড়ি জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন ও মহালছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।