• December 23, 2024

মহালছড়ির সিঙ্গিনালায় কিশোরী প্রীতি ফুটবল ম্যাচ

 মহালছড়ির সিঙ্গিনালায় কিশোরী প্রীতি ফুটবল ম্যাচ

মহালছড়ি প্রতিনিধি: মহালছড়ি উপজেলার সিঙ্গিনালাতে মাইসছড়ি কিশোরী ফুটবল টিম বনাম সিঙ্গিনালা কিশোরী ফুটবল টিম এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ২৩ আগষ্ট সোমবার বিকাল ৪ টায় সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। মাইসছড়ি কিশোরী ফুটবল টিম ও সিঙ্গিনালা কিশোরী ফুটবল টিমের মধ্যকার খেলায় ১-১ গোলে প্রথমার্ধের খেলা শেষ হয়।

উত্তেজনাপূর্ণ এ খেলা উপভোগ করতে মাঠে প্রচুর নারী ও পুরুষের সমাগম ঘটে। দ্বিতীয়ার্ধের খেলায় কোন পক্ষই গোল করতে পারেন নি। ফলে ১-১ গোলে ৯০ মিনিটের খেলা শেষ হয়। পরে ট্রাইবেকারের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করার সিদ্ধান্ত দেন রেফারী মংক্যচু মারমা। ট্রাইবেকারে সিঙ্গিনালা কিশোরী ফুটবল টিমকে ২-৩ গোলে হারিয়ে মাইসছড়ি কিশোরী ফুটবল টিম বিজয়ী হয়।

সিঙ্গিনালা ফুটবল টিম পরিচালনাকারী থুইসাপ্রু মারমা বলেন, এ প্রীতিফুটবল ম্যাচ গুলোতে স্থানীয় ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে ফুটবল টিম এসে অংশ নিচ্ছে। ছেলেদের পাশাপাশি কিশোরীরাও এ ফুটবল খেলায় অংশ নিয়ে খেলার আকর্ষণ বাড়ছে। ফলে নিয়মিত এ ফুটবল খেলায় প্রচুর দর্শক এসে খেলা উপভোগ করছেন। আগামী বুধবার গুইমারা উপজেলার তৈকর্মা পাড়া ফুটবল টিম এর সাথে সিঙ্গিনালা ফুটবল টিম এর খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post