• July 4, 2025

মহালছড়ি আইডিয়াল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে বিদায় ও নবীন বরণ

মহালছড়ি প্রতিনিধি: মহালছড়ি উপজেলার মহালছড়ি আইডিয়াল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১লা ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ টায় মহালছড়ি আইডিয়াল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে পারিকা চাকমা ও দীপিকা খীসা’র সঞ্চালনায় কলেজ গর্ভনিং বডির সভাপতি ক্যাচিংমিং চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্নেল মেহেদী হাসান, পিএসসি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মহালছড়ি জোন’র এর উপ-অধিনায়ক মেজর মোঃ মঞ্জুরুল হাসান পিএসসি, মহালছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, মহালছড়ি থানা ভারপ্রাপ্ত (তদন্ত) কর্মকর্তা দেবাশীষ দাশ, সাবেক খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান রুইথি কার্বারী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ থৈহলাউ মারমা।

বিদায় ও বরণ অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থী ও নবীনদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, বর্তমান শিক্ষার্থী যাঁরা তাঁরা আগামী দিনের ভবিষ্যত। সকলকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার মানসিকতা থাকতে হবে। দেশকে উন্নতির দিকে এগিয়ে নিতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। তাই সরকারের পাশাপাশি সেনাবাহিনীও দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছে। সকলকে সন্ত্রাস ও মাদক থেকে বিরত থাকার আহবান জানান তিনি। বিদায় ও বরণ অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বে মহালছড়ি আইডিয়াল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ’র একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post