• December 3, 2024

মহালছড়ি ও দীঘিনালায় নির্বাচনী সহিংসতায় নৌকার প্রার্থীসহ আহত ১৮জন

 মহালছড়ি ও দীঘিনালায় নির্বাচনী সহিংসতায় নৌকার প্রার্থীসহ আহত ১৮জন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি ও দীঘিনালায় ২৮ নভেম্বর রোববার ছিল ৩য় ধাপের নির্বাচন। যথারিতি সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। দুপুরে দীঘিনালা উপজেলার কবাখালি, বোয়ালখালি ও মেরু ইউনিয়নে জালভোট দেওয়াকে কেন্দ্র করে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের মধ্যে এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে পুলিশ সদস্য, নৌকার প্রার্থী মাহমুদা বেগম লাকী সহ আহত হয় অন্তত ১৮ জন।

এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে জেলা আধুনিক সদর হাসাপাতালে পাঠানো হয়। এসময় কবাখালি ইউনিয়নে দায়িত্বরত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের গাড়ীও দুবৃর্ত্তের হামলার শিকার হয়।

এদিকে মহালছড়ি উপজেলার ৪টি ইউনিয়নে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে ভোট শেষ হয়। এরমধ্যে জাল ভোটের অভিযোগে ২ মহিলা ও ১ পুরুষ কর্মীকে থানায় প্রেরণ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ। মহালছড়ি সদর ও মাইচছড়ি ১টি কেন্দ্র ভোটস্থগিত করা হয় বলে জানা গেছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post