মাটিরাঙ্গায় গণধর্ষণের ঘটনায় ৩জন আটক

শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার একটি কালি মন্দিরে পূজা দেখতে যাওয়া এক ত্রিপুরা কিশোরীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এই মামলায় মোট তিনজনকে আটক করা হলো।
বৃহস্পতিবার সকালে মাটিরাঙা থানার পুলিশ সদর ইউনিয়নের চৌধুরী ঘাট এলাকা থেকে রিমন ত্রিপুরা (২২) নামের ওই যুবককে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (তারিখ উল্লেখ নেই) রাত সাড়ে ১০টার দিকে ওই কিশোরী তার এক আত্মীয়ের সঙ্গে স্থানীয় ‘অযোধ্যা কালি মন্দিরে’ পূজা দেখতে গিয়েছিল। অভিযোগ, সেই সময় চারজন স্থানীয় যুবক তাকে কথা বলার ছলে ডেকে নিয়ে দলবেঁধে ধর্ষণ করে।

ঘটনার পর স্থানীয়ভাবে হেডম্যান-কার্বারির মাধ্যমে আপস-মীমাংসার চেষ্টা হলেও তা ব্যর্থ হয়। পরে ওই কিশোরীর বড় বোন বাদী হয়ে চারজনকে আসামি করে মাটিরাঙ্গা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। রিমন ত্রিপুরাকে গ্রেপ্তারের আগে বুধবার সন্ধ্যায় স্থানীয়দের সহায়তায় আরও দুজনকে আটক করে পুলিশে দেওয়া হয়। তাদের মধ্যে একজন হলেন রনি বিকাশ ত্রিপুরা (৩২), যিনি মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের অযোধ্যা এলাকার বাসিন্দা। অন্যজন একই এলাকার ১৭ বছর বয়সী এক কিশোর।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ তৌফিকুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া আসামিদের আদালতে তোলা হয়েছে এবং ভিকটিম কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত আরেক পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।