মাটিরাঙ্গায় জেলা পরিষদের উদ্যোগে দুটি মসজিদে সোলার প্যানেল বিতরণ

শেয়ার করুন

অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে মাটিরাঙ্গা পৌরসভা প্রাঙ্গণে দুইটি সোলার প্যানেল বিতরণ করেন, পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদ এর সদস্য মোঃ শহীদুল ইসলাম সুমন ।

জেলা পরিষদ কর্তৃক প্রধানকৃত সোলার প্যানেল দুটি গ্রহণ করতে আসা মসজিদ কমিটির ইমাম ও সাধারণ সম্পাদক জানান, বিদ্যুতের অভাবে দক্ষিণ হাতিয়াপাড়া ও পশ্চিম মুসলিম পাড়া জামে মসজিদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় আগে কষ্ট করতে হতো মুসল্লিদের । সোলার প্যানেল পাওয়ার পর বর্তমানে আর মুসল্লিদের কষ্ট করতে হবে না মন্তব্য করে সদস্য মোঃ শহীদুল ইসলাম সুমন এর মাধ্যমে পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

জনকল্যাণকর এহেন প্রকল্প গ্রহণ ও বরাদ্ধ প্রদান সত্যিকার অর্থে মানুষের আকাঙ্ক্ষার পর প্রতিফলন বটে । এ সময় পশ্চিম মুসলিমপাড়া মসজিদের ইমাম দেলোয়ার হোসেন ও পরিচালনা কমিটির সভাপতি মো: নাসির উদ্দিন । এছাড়াও দক্ষিণ হাতিয়াপাড়া জামে মসজিদের সম্পাদক শহিদুল ইসলাম ও ইমাম হাফেজ মাওলানা জাহাঙ্গীর উপস্থিত ছিলেন ।