• January 15, 2025

মাটিরাঙ্গায় যৌথ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

 মাটিরাঙ্গায় যৌথ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালিয়ে ২রাউন্ড কার্তুজসহ একটি দেশীয় পিস্তল উদ্ধার করেছে। ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে মাটিরাঙ্গা পৌরসভার মোহাম্মদপুর বরঝালা এলাকা থেকে এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ডের মোহাম্মদপুর, বরঝলা এলাকায় একটি সশস্ত্র সন্ত্রাসী দল অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা সেনা জোন ও মাটিরাঙ্গা থানার একটি দল ঘটনাস্থলের রওয়ানা হলে তাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী দল পালানোর সময় একটি ব্যাগ ফেলে যায়। ব্যাগটি তল্লাশি করে ২ রাউন্ড কার্তুজসহ একটি দেশীয় পিস্তল উদ্ধার করা হয়।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান, পিএসসি সাংবাদিকদের জানান, ২ রাউন্ড কার্তুজসহ দেশীয় পিস্তলটি উদ্ধার করে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post