অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা: পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় ২০২৫-২৬ অর্থ-বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, আড়হর, বোরো উফসী ও বোরো হাইব্রিড বীজ এবং সার বিতরণ করা হয়েছে ।
১৩নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে এসব বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সবুজ আলী এর সভাপতিত্বে অনুষ্ঠিত ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমী চাষীদের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান। তিনি সরকারের সীমিত সম্পদকে কাজে লাগানোর আহ্বান জানিয়ে সরকার থেকে পাওয়া বীজ ও স্যারের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন । যেসব কৃষকরা এবার বীজ ও সার পাননি তারাও আগামীতে পর্যায়ক্রমে পাবেন বলে জানান।
এ সময় তিনি আরো বলেছেন, যারা এবার পেয়েছেন তারা যেনো আবার আবেদন না করেন । যারা সরকারের পক্ষ থেকে বীজ ও সার পাওয়া সত্ত্বেও নিজে চাষাবাদ করবেন না তাদেরকে নজরদারিতে রাখা হবে ভবিষ্যতের জন্য । মাটিরাঙ্গা উপসহকারী উদ্যান সংরক্ষণ অফিসার মোঃ ইউনুস নূর এর সঞ্চালনায় বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আব্দুর রহিম মজুমদার। অনুষ্ঠানে অন্যানের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সেলিম রানা। উপজেলার বিভিন্ন ব্লক থেকে আগত রবি মৌসুমী ৭৫০ জন চাষীদের মাঝে এ সব বীজ ও সার বিতরণ করা হয়। এ সময় মাটিরাঙ্গা প্রেসক্লাবের নির্বাহী সদস্য নুরনবী অন্যায় মাহমুদ সহ বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক বৃন্দ উপস্থিত ছিলেন ।