• December 21, 2024

মাটিরাঙ্গার বেলছড়ি বাজারে আগুনে পুড়েছে ১০ দোকান

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার বেলছড়ি বাজারে আগুনে পুড়েছে ১০টি দোকান। ২৮ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সূত্র জানায়, স্থানীয় একটি কুলিং কর্নার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পাওে বলে দারনা করা হচ্ছে।

বাজারের ব্যবসায়ীরা যখন দিন শেষে যে যার বাড়িতে গিয়ে ঘুমাচ্ছিলেন তখন মধ্য রাতের আগুনে নি:শেষ হয়ে গেছে দোকান। আগুন লাগার পর মুহূর্তের ম:্যইে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে একটি সার ও কীট নাশকের দোকান, একটি কুলিং কর্ণার, দুইটি টিন দোকান ও একটি মুদি দোকানসহ অন্তত ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, স্থানীয়দের সহযোগিতায় বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। চা দোকান থেকে আগুনের সুত্রপাত হয়ে থাকতে পারে ধারনা করছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাষ্টার মো. সাদেকুর রহমান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post