• November 21, 2024

মাটিরাঙ্গার ৪ ইউপি চেয়ারম্যান কারাগারে

 মাটিরাঙ্গার ৪ ইউপি চেয়ারম্যান কারাগারে

স্টাফ রিপোর্টার: ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর বিএনপি নেতাকর্মীদের দায়ের করা ভাঙচুর-অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ৪ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

৫সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইতে গেলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণ করেন।

কারাগারে যাওয়া চেয়ারম্যানরা হলেন, মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পেয়ার আহাম্মদ মজুমদার, তবলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ, বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত উল্লাহ ও গোমতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.  তফাজ্জল হোসেন।

আসামিদের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. শাহিন হোসেন বলেন, গত ৫ আগস্টের পর দায়ের হওয়া মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত জামিন না মঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণ করেছেন। তাদের বিরুদ্ধে মারধর, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post