• November 21, 2024

মাটিরাঙ্গায় অষ্টপ্রহরব্যাপী তারক ব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠিত

 মাটিরাঙ্গায় অষ্টপ্রহরব্যাপী তারক ব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার কেন্দ্রীয় সার্বজনীন শ্রীশ্রী জগন্নাথ মন্দিরে নিত্যানন্দ ত্রয়োদশী উপলক্ষে ৬ষ্ঠ অষ্টপ্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তন মহোৎসব পালিত হয়েছে। গত বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারী) সন্ধ্যা থেকে শুরু হয়ে শনিবার (০৪ ফেব্রুয়ারী) সকালে বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে হরিনাম সংকীর্তন শেষ হয়।

অনুষ্টানমালার মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, অধিবাস কীর্তন, লীলা কীর্তন, ও প্রসাদ বিতরণ। এতে কীর্তন পরিবেশন করেন, মাটিরাঙ্গার ওয়াছু মৌজার রেংখু পাড়ার শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ সম্প্রদায়, ধন্তিরাম কার্বারী পাড়ার শ্রী শ্রী জয় ভোলানাথ সম্প্রদায়, তৈকাথাং হেডম্যান পাড়ার শ্রী শ্রী জয় গীতা সম্প্রদায়, গুইমারা উপজেলার সিন্দুকছড়ির শ্রী শ্রী গৌর নিতাই সম্প্রদায়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে পরিদর্শন করেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, পৌর মেয়র শামছুল হক, অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম. হুমায়ন মোর্শেদ খাঁন ও সাধারণ সম্পাদক সুভাষ চাকমা, ত্রিপুরা সনাতনী গীতা সংঘের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ত্রিপন জয় ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি প্রীতিময় ত্রিপুরা সহ সদর ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ। এসময় মহোৎসব উদযাপন কমিটির সভাপতি বরন বিকাশ ত্রিপুরা, সাধারণ সম্পাদক মলেন্দ্র লাল ত্রিপুরা সহ এলাকার গৌরভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সহস্রাধিক ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post