• June 17, 2024

মাটিরাঙ্গায় আমতলী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন

মাটিরাঙ্গা প্রতিনিধি: মাটিরাঙ্গা উপজেলার আমতলী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।  ১১ সেপ্টেম্বর মঙ্গলবার আমতলী উচ্চ বিদ্যালয়ের নিজস্ব হলরুমে সকাল ১০টায় থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলে টানা ভোট গ্রহন কার্যক্রম। আমতলী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন/২০১৮ এর প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মো. মোহ্তাছিম বিল্লাহ। নির্বাচন শেষে তিনি আমতলী উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত সকল জনপ্রতিনিধি,গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও প্রতিদ্বন্ধি প্রার্থীদের প্রতি সুষ্ঠভাবে নির্বাচনী কার্যক্রমে সহযোগীতার জন্যে সন্তোষ প্রকাশ করেন এবং নির্বাচনে বিজয়ীদের মধ্যে ২নং প্রতীক নিয়ে ২৫০ ভোট পেয়ে মো: ইউনুছ মিয়াকে ১ম (প্রথম), ৬নং প্রতীক নিয়ে ২৩০ ভোট পেয়ে মো: শফিকুল ইসলাম (অন্তর) ২য় (দ্বিতীয়), ৪নং প্রতীক নিয়ে ১৮১ ভোট পেয়ে মো: মিজানুর রহমান ৩য় (তৃতীয়), ৩নং প্রতীক নিয়ে মো: খোকন হাজারী ১৬৩ ভোট পেয়ে ৪র্থ (চতুর্থ) স্থান অর্জনকারীকে বিজয়ী হিসেবে ঘোষণা করেন। নির্বাচনে সর্বমোট ভোটার সংখ্যা ৪৪১ জন, কেন্দ্রে এসে ৩৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন ব্যালটের মাধ্যমে। তার মধ্যে বাতিল ১৩ ভোট ও হারানো যায় ১ ভোট।

এ সময় আমতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আবদুল গনি, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জমির আলী ভূইয়া, খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: আবুল কাশেম বিডিআর, আমতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলী আক্কাছ মিয়াজী, ইউনিয়ন আওয়ামীলীগ এর সিনিয়র সহ-সভাপতি আবদুল ওয়াদুদ, মাটিরাঙ্গা ডিগ্রি কলেজের প্রভাষক  মো: আ: হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন,ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো: নুরনবী ডালিম,আমতলী উচ্চ বিদ্যারলয়ের সহকারী শিক্ষক মো: আলী আজ্জম, ফরিদুল আলম বিএসসি,বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির খাগড়াছড়ি ইউনিটের আজীবন সদস্য মো: ফরহাদ মাষ্টার, আমতলী ইউনিয়ন দারিদ্র বিমোচন সংস্থার সাধারণ সম্পাদক মো: মেহেদী হাসানসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post