• December 23, 2024

 মাটিরাঙ্গায় নি‌খোঁজ ৩ মাদ্রাসা ছাত্র কে প্রযু‌ক্তির সহায়তায় উদ্ধার

  মাটিরাঙ্গায় নি‌খোঁজ ৩ মাদ্রাসা ছাত্র কে প্রযু‌ক্তির সহায়তায় উদ্ধার
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় গত বৃহস্পতিবার (১১ মে) নি‌খোঁজ হওয়া ৩‌ মাদ্রাসার ছাত্রকে প্রযু‌ক্তি ব্যবহারের মাধ্যমে উদ্ধার করা হ‌য়ে‌ছে। ১৬ মে মঙ্গলবার বিকা‌লে তথ্য প্রযু‌ক্তি ব্যবহারের মাধ্যমে চট্টগ্রামের বালুছড়া এলাকা হ‌তে তা‌দের উদ্ধার করা হয়।
এ সময় ছাত্র অ‌ভিভাবক আবুল বশর জানান, এক‌টি মোবাইল নাম্বা‌রের সূত্র ধ‌রে মা‌টিরাঙ্গার থানার সহ‌যো‌গিতায় হাটহাজারী ও বা‌য়ে‌জিদ থানা পু‌লি‌শের যৌথ অ‌ভিযান পরিচালনা করে বালুছড়া এলাকা হ‌তে তা‌দের উদ্ধার করা হয়।
মা‌টিরাঙ্গা থানা অ‌ফিসার ইনচার্জ ‌মো. জাকা‌রিয়া জানান, নি‌খোঁজ ৩ ছাত্রকে ‌কেউ অপহরণ ক‌রে‌নি। তারা নিজেরাই মাদ্রাসা হ‌তে পা‌লি‌য়ে‌ছিল। উদ্ধা‌রের পর রা‌তেই অ‌ভিভাবকরা থানায় হাজির হয়ে তাদের সন্তানদের বুঝে নেন ও জি‌ডি প্রত্যাহার ক‌রে‌ছেন।
উ‌ল্লেখ্য, গত ১১‌ মে মা‌টিরাঙ্গা উপ‌জেলার বর্ণাল ইউ‌নিয়‌নের যামীনীপাড়া এলাকার হাজী সেকান্দার আলী হা‌ফে‌জিয়া মাদ্রাসা হ‌তে ৩ জন ছাত্র ত‌রিকুল ইসলাম (১৪),মনসুর আলম মাসুম (১২) এবং আবুল কালাম (১৪) নি‌খোঁজ হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post