স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গ্রামবাসীর সাথে বিজিবির সংঘর্ষ’র ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিজিবির সদস্যসহ নিহত হয়েছেন অন্তত ৫ জন। ছেলে ও স্বামীর নিহতের খবর শুনে হার্ডএ্যাটাকে আরো এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩রা মার্চ) খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গাজিনগর এলাকায় গাছ কাটাকে কেন্দ্র করে গ্রামবাসীর সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সাথে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন বিজিবি সিপাহী মোহাম্মদ শাওন, গ্রামবাসী মজিদ, শাহেদ মিয়া এবং খালেদ আলী। এছাড়া, ছেলের মৃত্যুর খবর পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মায়ের মৃত্যু হয়েছে। পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। বিস্তারিত আসছে…