• December 26, 2024

মাটিরাঙ্গায় বাঙ্গালী কৃষকের উপর হামলার ঘটনা পর্যবেক্ষণে প্রশাসন ও সেনাবাহিনী

 মাটিরাঙ্গায় বাঙ্গালী কৃষকের উপর হামলার ঘটনা পর্যবেক্ষণে প্রশাসন ও সেনাবাহিনী
স্টাফ রিপোর্টার: মঙ্গলবার দুপুরে জেলার সীমান্তবর্তী উপজেলা মাটিরাঙ্গার, তবলছড়িতে সশস্ত্র সন্ত্রাসী কতৃক বাঙ্গালী কৃষকের উপর হামলার ঘটনা পর্যবেক্ষণ করেন, সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী এবং খাগড়াছড়ি পুলিশ সুপার আব্দুল আজিজ।
এসময় তাঁরা বলেন, পাহাড়ে যারা সন্ত্রাসী কর্মকান্ড ঘটায় তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। পাহাড়ে শান্তি, সম্প্রীতি, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাম্প্রদায়িক চেতনাকে উপেক্ষা করে পাহাড়ি বাঙালি মিলেমিশে বসবাস করতে হবে। বাঙালিদের উপর হামলার ঘটনায় যারা গুজব ছড়াচ্ছে, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থা সার্বক্ষণিক তাদেরকে নজরদারিতে রেখেছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post