মাটিরাঙ্গায় বৃক্ষ রোপন অভিযান
স্টাফ রিপোর্টার: সারা দেশের ন্যায় ৩০লক্ষ শহীদের স্বরণে ৩০ লক্ষ বৃক্ষরোপনের অংশ হিসেবে মাটিরাঙ্গা উপজেলাধীন উপাশিং রিফিউজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্দ্যোগে বৃক্ষ রোপন আভিযান ২০১৮ইং উদযাপন করা হয়েছে।
১৮ জুলাই সকাল ১০ টার দিকে স্কুল প্রঙ্গনে মাটিরাঙ্গা উপজেলার ৮নং আমতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল গনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বৃক্ষরোপন অভিযানের উদ্বোধন করেন। এরপর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
অনুষ্ঠানে তিনি উপস্থিত শিক্ষার্থী,আমন্ত্রিত অতিথি,অভিভাবকসহ এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন,বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়,ফল দেয়, মুল্যবান কাঠ দেয়, তাই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হলে বৃক্ষ রোপনের বিকল্প নাই। তিনি সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়েও বৃক্ষরোপন করতে সকলের প্রতি আহবান জানান তিনি।
এ সময় আমতলী ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার মো: ইউনুছ মিয়া (রাইটার), ৪নং ওয়ার্ড মেম্বার ইউনুছ মিয়া ৫নং ওয়ার্ড মেম্বার মোঃ আবুল কাশেম ,৪ ৫ ৬ নং ওয়ার্ড সংরক্ষিত আসনের মেম্বার নুর জাহান বেগম (জানু), এসএমসি সভাপতি জনাব আবদুল মিয়া, সহকারি শিক্ষকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।