• December 24, 2024

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর নিরাপত্তা সম্মেলন ও মত বিনিময় সভা 

খাগড়াছড়ি  প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন সদরে নিরাপত্তা সম্মেলন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্ণেল ওয়ালিদ মোহাম্মদ সাইফুল্লাহ। এসময় পার্বত্যাঞ্চলে শান্তি সম্প্রীতি ও আইন-শৃংখলা রক্ষায় সবাইক ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আাহবান জানান জোন অধিনায়ক।
মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে জোনের ষ্টাফ অফিসার মেজর আব্দুলা আল ইউসুফ, মাটিরাঙ্গা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম, উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেদায়েত উল্লাহ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী, ভাইস চেয়ারম্যান মোঃ আনিসুজ্জামান ডালিম প্রমুখ উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post