মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত
অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা: মাটিরাঙ্গা জোন কমান্ডার লেঃ কর্নেল কামরুল হাসান পিএসসি বলেছেন,
মাদকদ্রব্য নিয়ন্ত্রন, চোরাচালান ও মোবাইলে জুয়া খেলার কার্যক্রম বন্ধসহ সাধারন মানুষের স্বাভাবিক জীবন যাপনের নিরাপদ পরিবেশ নিশ্চিতকরনে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন । মাটিরাঙ্গা জোন পার্বত্য এ জনপদে পাহাড়ি-বাঙালীদের মধ্যে চলমান শান্তি-সম্প্রীতি বজায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন ।
মাটিরাঙ্গা জোন কমান্ডার লেঃ কর্নেল কামরুল হাসান পিএসসি সভাপতিত্বে এই মতবিনিময় সভায় অন্যান্যের বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা প্রেসক্লাব সভাপতি এম এম জাহাঙ্গীর আলম প্রমুখ ।
সভায় বক্তারা খাগড়াছড়ির পর্যটন খ্যাত আলুটিলা শতবর্ষী বটবৃক্ষ রক্ষায় উদ্যোগ গ্রহনে পর্যটন সংস্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং মাটিরাঙ্গা পৌরসভার মোহাম্মদপুর যাতায়াতের জন্য একটি স্থায়ী সেতু নির্মান করা খুবই জরুরী বলেও মন্তব্য করেন । বিগত দিনের তুলনায় হাসপাতালে রোগীদের সেবা প্রদান কার্যক্রমে গতি ফিরতে শুরু করেছে উল্লেখ করে সেনাবাহিনীসহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রচেস্টায় মাটিরাঙ্গা উপজেলায় মদ ও গাজার ব্যবহার কমেছে । অগ্নিকান্ডের ঘটনা রোধে পুর্ব প্রস্তুতি নিতে হবে মন্তব্য করে আইন শৃংখলার উন্নয়নে তথ্য সরবরাহ করার আহবান জানিয়ে নতুন নতুন উন্নয়ন সাধনে সরকারের নবনিযুক্ত প্রতিমন্ত্রীর সাথে যোগাযোগ রাখার উপর গুরুত্বারোপ করেন ।
৩০ জানুয়ারি সকাল ১১ টার দিকে মাটিরাঙ্গা জোনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় আারো বক্তব্য রাখেন পৌর কাউন্সিলরদের মধ্যে মোঃ এমরান হোসেন, মোঃ মিজানুর রহমান খোকন, মোঃ আলমগীর হোসেন, মোঃ আলা উদ্দিন লিটন, মোহাম্মদ আলী, মোঃ তফিকুল ইসলাম, গুইমারা থানার এসআই জহির, মাটিরাঙ্গা থানার ইন্সপেক্টর কমল কৃষ্ণ ধর, মাটিরাঙ্গা জোনের উপ অধিনায়ক মেজর মুরাদ হোসেন পিএসসি, গুইমারা ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার হরিপদ ত্রিপুরা, ২ নং ওয়ার্ড মেম্বার অমৃত ত্রিপুরা, ৭ নং ওয়ার্ড তানি মং মারমা, অংক্যয় মারমা প্রমুখ ।