মাটিরাঙ্গা থেকে ৬ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার ৩ ছাত্র
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা হাজী সেকান্দার আলী মাদ্রাসার ৩ছাত্র গত ৬ দিন ধরে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
১১মে বৃহস্পতিবার বিকেলে উপজেলার বর্ণাল ইউনিয়নের যামীনীপাড়া বেলাল পোস্ট নামক এলাকায় হাজী সেকান্দার আলী হাফেজিয়া মাদ্রাসা ওই ৩ছাত্র নিখোঁজ হয়। নিখোঁজরা হলো চাঁদপুরের মৃত কারুজ্জামানের ছেলে তরিকুল ইসলাম(১৪), মাটিরাঙ্গার বর্ণাল ইউনিয়নের সৌদি প্রবাসী আমির হোসেনের ছেলে মনসুর আলম মাসুম(১২) এবং মাটিরাঙ্গা শান্তিপুরের আমির হোসেনের ছেলে আবুল কালাম(১৪)।
মাদ্রাসার প্রধান শিক্ষক আবদুল কাইয়ুম জানান, ১১মে আসরের নামাজের পর থেকে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। আসরের নামাজ পড়ে তারা আর মাদ্রাসায় ফিরে আসেনি। নিখোঁজের বিষয়টি অকিভাবকদেরকে অবগত করেছি। পরে এ বিষয় মাটিরাঙ্গা থানায় জিডি করা হয়েছে। ৩নং বর্ণাল ইউনিয়ন চেয়ারম্যানন ইলয়াছ হোসেন জানান, ছাত্রদের নিখোঁজের ব্যাপারে অবগত হয়েছি। ধারণা করা হচ্ছে পড়ালেখার চাপ বেশি হওয়ায় ছাত্ররা পালিয়ে গেছে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: জাকারিয়া জানান, নিখোঁজের ঘটনায় মাটিরাঙ্গা থানায় ৩টি পৃথক জিডি হয়েছে। ছাত্রদের সন্ধানে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে।