• December 21, 2024

মাটিরাঙ্গা মহিলা কলেজের উন্নয়নে সহযোগিতার আশ্বাস মেয়র শামছুল হক’র

মাটিরাঙ্গা প্রতিনিধি: সকল মান অভিমান ভুলে সমালোচনাকে পিছনে ফেলে অবশেষে ভবিষ্যৎ মাটিরাঙ্গায় আরো নারী শিক্ষার উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের লক্ষ্যে সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ কে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা বিনোদন পার্ক জল পাহাড়ের  মিলনায়তনে মাটিরাঙ্গা মহিলা কলেজ এর উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্বে করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সভাপতি মো: রফিকুল ইসলাম।  কলেজের প্রভাষ

মো: গিয়াস উদ্দিন সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো: শামছুল হক। তিনি বলেন, মাটিরাঙ্গা মহিলা কলেজ প্রতিষ্ঠায় শুরুতে নানা ত্রুটিপুর্ণ ছিল, যা সংশোধন করে আগামী দিনে নির্ভূলভাবে পরিচালনার প্রত্যয়ে সকলকে এগিয়ে আসতে হবে। মাটিরাঙ্গায় ইতিপুর্বে প্রতিষ্ঠিত বিভিন্ন স্কুল,কলেজগুলোর মত মাটিরাঙ্গা মহিলা কলেজ টাকেও প্রতিষ্ঠিত করতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্ঠা চালিয়ে যেতে হবে। কলেজ প্রতিষ্ঠায় সবচেয়ে গুরুত্বপুর্ণ উপাদান হচ্ছে ভুমি। সেই ভুমিটি শহরের নিকটবর্তী ও নিরাপদ স্থানে হওয়াটা আরো জরুরী। তাই বর্তমান কলেজ পরিচালনা কমিটিকে নতুন করে সাজিয়ে দায়িত্ব বণ্টনের প্রয়োজনীয়তা রয়েছে উল্লেখ করে পৌর কাউন্সিলর ও এলাকার অভিজ্ঞদের নিয়ে গঠিত কমিটির নিকট ভুমি নির্বাচনের দায়িত্ব দেয়ার প্রস্তাব রাখেন। এ সময় মাটিরাঙ্গা কলেজ প্রতিষ্ঠায় সরকারী যে কোন দপ্তরে তদবিরসহ সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।

এ সময় ভুমি নির্বাচনের পর কলেজের উন্নয়ন কাজের জন্যে ১ কোটি টাকা বরাদ্ধ পাইয়ে দেয়ার ঘোষনা দেন তিনি। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, তাইন্দং ইউপি চেয়ারম্যান মো: হুমায়ুন কবির, বড়নাল ইউপি চেয়ারম্যান আলী আকবর, আমতলীর ইউপি চেয়ারম্যান আব্দুল গনি, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর খাঁন, পৌর প্যানেল মেয়র আলাউদ্দিন লিটন, কাউন্সিলর মো: এমরান হোসেন, শহীদুল ইসলাম সোহাগ, মো: মোস্তফা, আবুল হাশেম ভুইয়া, তাইন্দং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, অব: প্রা: বি: শি: শিক্ষক তোফায়েল আহমেদ, ব্যবসায়ী বাবুল বনিক প্রমুখ ।

বক্তারা বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় অভিজ্ঞ ব্যক্তিত্ব পৌর মেয়র মো: শামছুল হক মাটিরাঙ্গা মহিলা কলেজ প্রতিষ্ঠা কার্যক্রমের সাথে যুক্ত হওয়ায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। এখানকার নারীরা যতক্ষন পর্যন্ত শিক্ষিত না হবে ততক্ষন পর্যন্ত সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় মন্তব্য করে মাটিরাঙ্গা মহিলা কলেজে অধ্যয়নরত ১ম ব্যাচের শিক্ষার্থীদের ভাল রেজাল্ট করার লক্ষে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহবান জানান।

অন্যান্যের মধ্যে আমতলী ইউপি আওয়ামীলীগের সভাপতি জমির আলী চৌধুরী, গোমতি ইউপি আওয়ামীলীগের সভাপতি মো: মনির হোসেন,  কলেজ পরিচালনা কমিটির সদস্য ওয়ালী উল্লাহ , মাটিরাঙ্গা মানবাধিকার কমিটির সভাপতি আতৈশী মার্মা, পৌর ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম, সচেতন মহল ব্যক্তিত্ব আশ্রাফ আলী (আশ্রাফ টেইলার) , পৌর যুবলীগ সাবেক যুগ্ন সম্পাদক সোহেল আফজাল বাবু।  অন্যান্যের মধ্যে কলেজ পরিচালনা কমিটির সদস্য এরশাদুজ্জামান, কলেজ অধ্যক্ষ কেফায়েত উল্লআহ, ,গোমতি ইউপি চেয়ারম্যান ফন্তুক হোসেন লিটন, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি,কলেজের প্রভাষকবৃন্দ, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীসহ সমাজের নানা স্তরের গন্যমান্য ব্যক্তিবর্গ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post