• November 22, 2024

মাদক ব্যবসার প্রতিবাদ করায় ফটিকছড়িতে যুবককে পিটিয়ে জখম

ফটিকছড়ি প্রতিনিধি: মাদক ব্যবসার প্রতিবাদ করায় ফটিকছড়িতে  মো. আইয়ুব (৩৩) নামে এক যুবককে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।  রোববার দিবাগত রাতে উপজেলার ভুজপুর থানার রতœপুর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় দুর্বৃত্তরা আইয়ুবকে হত্যার উদ্দেশ্য দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতারি পিটিয়ে এবং কুপিয়ে জখম করে। দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত আইয়ুব বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সুত্র জানায়, সম্প্রতি উপজেলার দাঁতমারা এলাকায় ইয়াবা ও মাদক ব্যবসা ভয়াবহ আকার ধারন করেছে। দাঁতমারা ইউনিয়নের জনৈক মোতালেব গং এ মাদক ব্যবসা করে আসছে। আইয়ুব এলাকায় মাদক ব্যবসার না করতে মোতালেবকে নিষেধ করে। এতে মোতালেব গং ক্ষীপ্ত হয়ে রাতে বাড়ী ফেরার পথে আইয়ুবের উপর মোতালেব, জাহাঙ্গীর, ইউছুফ গংরা আইয়ুবকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতারি পিটিয়ে ও কুপিয়ে জখম করে। ঘটনার সময় আইয়ুবের চিৎকারে পথচারীরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

ভুজপুর থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী ঘটনাটি শুনেছেন জানিয়ে বলেন,  আহত আইয়ুব চমেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার ভাই মো. মফিজ এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post