• February 21, 2025

মানিকছড়িতে কার্প জাতীয় মাছের নার্সারি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

 মানিকছড়িতে কার্প জাতীয় মাছের নার্সারি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:-

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার মৎস্যজীবীদের কার্প জাতীয় মাছের নার্সারি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টায় উপজেলার গচ্ছাবিল বাজার সংলগ্নে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদ। এছাড়াও কার্প জাতীয় মাছের নার্সারি ও ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান ও মাঠ সহকারী মিলন কৃষ্ণ চাকমা।

প্রশিক্ষণে মাছের নানা রোগ ও প্রতিকার, উৎপাদন ব্যবস্থাপনা এবং আদর্শ নার্সারিতে রেণু উৎপাদনসহ নানা মাছ চাষ বিষয়ক নানা পরামর্শ প্রদান করা হয়। প্রশিক্ষনে স্থানীয় ৪০ জন মৎস্যজীবী অংশ নেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post

Leave a Reply